দিন যতই ঘনিয়ে আসছে, ততই যেন নির্বাচনী হাওয়া জমতে শুরু করেছে। সারা দেশের ন্যায় বাগেরহাটে চিতলমারী উপজেলা পরিষদ নির্বাচনে, প্রার্থীরা দিনরাত কর্মী সমর্থকদের সাথে নিয়ে, ভোটারদের দ্বারে দ্বারে ভোট চাইছেন। এমনকি প্রার্থীরা বিগত দিনের কর্মকাণ্ড নিয়ে কথাও বলছেন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সামনে। তারই ধারাবাহিকতা মঙ্গলবার(৭ মে) বিকাল ৫টায় উপজেলা হিজলা ইউনিয়নে বাবুগঞ্জ বাজারে ভোটারদের কাছে ভোট চেয়েছেন। সন্ধ্যা ৭টায় মুনিপাড়া দুর্গা মন্দিরের সামনে উঠান বৈঠকে মিলিত হন।
এসময় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগ সহসভাপতি অশোক কুমার বড়াল উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী, মোটর সাইকেল প্রতীক। আরও বক্তব্য রাখেন, চিতলমারী উপজেলার আওয়ামীলীগ সভাপতি মোঃ বাবুল হোসেন খান, সাবেক উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোহন আলী বিশ্বাস, জেলা সি়ভিল সার্জন অবসরপ্রাপ্ত অরুণ কুমার মন্ডল, অধ্যক্ষ স্বপন কুমার রায়, প্রাক্তন প্রফেসার মনি মোহন মন্ডল, সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ রাশেদ পুকুল, হিজলা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি গাজী আফজাল হোসেন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সভাপতি মোঃবাদশা গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ কেরামত আলী, উপজেলা শ্রমিক লীগ সভাপতি শেখ আতিয়ার রহমান প্রমুখ। বক্তারা বলেন,জননেতা শেখ হেলাল উদ্দীনে মনোনীত প্রার্থী অশোক কুমার বড়াল। এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষা জন্য, তাকে মোটরসাইকেল প্রতীকে ভোট দিন।
