উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বাগেরহাটের চিতলমারীতে পার্টনার প্রোগ্রামের মাধ্যমে ডিএলআই-১ এর আওতায় উত্তম কৃষি চর্চা (জিএপি) বাস্তবায়নের জন্য কৃষক পর্যায়ে দিনব্যাপী উত্তম কৃষি চর্চা (জিএপি) সার্টিফিকেশন এর উপর কৃষক প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে। রবিবার (২২ডিসেম্বর) দিনব্যাপী উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে কৃষিবিদ কৃষি অফিসার মোঃ সিফাত আল মারুফ এর সভাপাতিত্বে প্রধান অতিথি হিসেবে এ সভায় বক্তব্য রাখেন, কৃষিবিদ মনিটরিং অফিসার (পার্টনার প্রকল্প) মোঃ মোছাদ্দেক হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ হাবিবুর রহমান প্রমুখ। উপজেলা ৫০জন কৃষকদের নিয়ে এ প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে।
চিতলমারীতে ‘উত্তম কৃষি চর্চা’ কৃষক প্রশিক্ষণ
