চিতলমারীতে “কর্মশালা”, আয়োজনে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর

ইনভেস্টমেন্ট কম্পোনেন্ট ফর ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট (আইসিভিজিডি দ্বিতীয় পর্যায়ে প্রথম সংশোধিত প্রকল্পে আওতায় “Local Economy Activation for Women Economic Empowerment” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য অফিসার মোঃ শেখ আসাদুল্লাহ, কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সিফাত আল মারুফ, সমাজসেবা অফিসার মোঃ সোহেল পারভেজ, প্রাণী সম্পদ অফিসার মোঃ আহমেদ ইকবাল, যুব উন্নয়ন অফিসার শেখ মোঃ আজগর আলী, উপজেলা মেডিকেল অফিসার মোঃ আবু ইনসানুর, ইউপি সদস্যা কানন কীর্তনীয়া, ইউপি সদস্য নাদিরা বেগম, ডলি আক্তার, কৃষ্ণ গাইন প্রমুখ। এ সভায় উপস্থিত ছিলেন সদর ইউপি চেয়ারম্যান শেখ নিজাম উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কোঅর্ডিনেটর এসএম মাহবুবুর রহমান, ট্রেইনার নাজমিন জামানসহ অনেকে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ হাফিজুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *