চিতলমারীতে কালভার্টের দু’পাশে গর্তের কারণে দূর্ঘটনা অবিরাম।

বাগেরহাটের চিতলমারী উপজেলার একটি ব্যস্ততম কালভার্টের দু’পাশে গর্ত থাকার কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। উপজেলা সদর ও চরবানিয়ারী ইউনিয়ন সীমান্তবর্তী সুরশাইল ও দুর্গাপুর গ্রামের (মঠ সংলগ্ন) মরা চিত্রা খালের উপর এই কালভার্টটি নির্মিত।

রবিবার (২২জুন) সকাল ১১টায় পানি বহনকারী একটি  নসিমন গাড়ি কালভার্টের উপর ওঠার সময় নসিমনটি উল্টে পড়ে। এতে নসিমনে ড্রাইভার মারাত্মক ভাবে  আহত হন। নসিমন গাড়ির মালিক শাহীন শেখ বলেন,প্রতিদিন এই কালভার্ট পারাপারের সময় ছোটখাটো দূর্ঘটনা ঘটছে।

ভুক্তভোগী এলাকাবাসী ও সরেজমিনে  জানা যায় , দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ২০১৬-১৭ অর্থবছরে ২৩ লক্ষ ৪০হাজার টাকা ব্যয়ে গোপালগঞ্জ ঠিকাদার প্রতিষ্ঠান মোঃ জিয়াউল হক এই কালভার্টটি নির্মাণ করেন। দু’পাশে মাটি দিয়ে ভরাট করার কারণে, মাটিতে গর্ত সৃষ্টি হয়েছে।তাতে দূর্ঘটনা ঘটে চলেছে।

স্থানীয়  ভ্যানচালক আজিম শেখ বলেন, নিজেদের প্রচেষ্টায় কিছু বালি দিয়েছি।

উপজেলা এলজিইডি অফিসে ইন্জিনিয়ার মোঃ সাদ্দাম হোসেন বলেন, এটা উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের কাজ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সাঈদা দিলরুবা সুলতানা মুঠোফোন জানান, বিষয়টি খোঁজ খবর নিচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *