বাগেরহাটে চিতলমারী উপজেলার চিতলমারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ৯ম বার্ষিক সাধারণ সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩মার্চ) সকাল ১০টায় উপজেলা ক্রেডিট ইউনিয়নে নিজস্ব কার্যালয়, চিতলমারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সভাপতি রতন কুমার গোলদার স্বাগত বক্তব্য রাখেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেখ শহিদুল ইসলাম কাল্ব ডিরেক্টর “গ” অঞ্চল দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ(কাল্ব)।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সমবায় অফিসার মোল্লা সাইফুল ইসলাম, কাল্ব এর জেলা ব্যবস্থাপক সঞ্জয় দত্ত, উপজেলা কাল্ব এর সদস্য বিপদ ভঞ্জন মন্ডল প্রমুখ। চিতলমারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সাধারণ সম্পাদক মোঃ আল-আমিন খান উপস্থিত সকল সদস্যদের বিগত বছরের রেজুলেশন পাঠ করে শোনান। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, কাল্ব এর উপজেলা ব্যবস্থাপক এ,কে,এম,মাসুদ রিজভী।
