কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বাগেরহাটে চিতলমারীতে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ি আঙ্গিনায় পারিবারিক পুষ্টি- বাগান স্থাপন (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় ২দিন ব্যাপী কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বুধবার (১৩ ও ১৪ নভেম্বর) সকাল ৯টায় উপজেলা কৃষি অফিস হল রুমে ৩০জন কৃষক নিয়ে এ প্রশিক্ষণ দেওয়া হয়। উপজেলা কৃষি অফিসার কৃষি বিদ মোঃ সিফাত আল মারুফ এর সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শংকর কুমার মজুমদার উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি বাগেরহাট, মোঃ আব্দুল্লাহ আল মামুন জেলা প্রশিক্ষণ অফিসার খামারবাড়ি বাগেরহাট প্রমুখ।
চিতলমারীতে কৃষকদের প্রশিক্ষণ ২ দিন
