কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোডেক এর আয়োজনে বাগেরহাটের চিতলমারীতে ক্লাইমেট চেইঞ্জ এডাপ্টেশন প্রজেক্ট, স্ট্রমী ফাউন্ডেশন এর সহায়তা কৃষক মাঠ দিবস পালিত হয়েছে। বুধবার (৮জানুযারি) দুপুর ১টায় উপজেলা উত্তর খলিশাখালী আশ্রয়ন প্রকল্প এলাকায় শিক্ষক রাখাল চন্দ্র মজুমদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসে প্রতিনিধি শংকর কুমার মজুমদার উপসহকারী কৃষি অফিসার চিতলমারী।আরও বক্তব্য রাখেন ইউপি সদস্যা কবিতা রানা,মোঃ সাব্বির তালুকদার টেকনিক্যাল অফিসার কোডেক, মোঃ কামাল হোসেন ফাইন্যান্স এন্ড এ্যাডমিন অফিসার, মোঃ জুল হোসেন মনিটরিং অফিসার, মোঃ মনির হোসেন সহকারী টেকনিক্যাল ও ফিল্ড অর্গানাইজার অফিসার, শ্রাবণী বলসহ আরও অনেকে। উপজেলা ৩০৮৫টি সুফলভোগী পরিবারের মধ্যে ৬০টি পরিবার নিয়ে আজকের এই আয়োজন অংশগ্রহন করেন। অনুষ্ঠান সঞ্চালনে ছিলেন মোঃ রিয়াদ হোসেন সহকারী প্রযুক্তি অফিসার কোডেক। অনুষ্ঠান শেষে উপস্থিতি সকলে কেঁচো কম্পোস্ট প্রদর্শনী প্লট পরিদর্শন করেন।
চিতলমারীতে কৃষক মাঠ দিবস পালন, আয়োজনে কোডেক।
