উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বাগেরহাটের চিতলমারীতে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা-২০২৫ সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টায় উপজেলা পরিষদ চত্বরে ১০জন কৃষকদের মধ্যে এ পুরস্কার বিতরণ করা হয়। এ সময় পুরস্কার বিতরণ করেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সিফাত আল মারুফ, উপজেলা প্রাণী সম্পদ অফিসার মোঃ আহমেদ ইকবাল, উপজেলা যুব উন্নয়ন অফিসার শেখ মোঃ আজগর আলী, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ সোহেল পারভেজ, উপজেলা সমবায় অফিসার মোল্লা সাইফুল ইসলাম প্রমূখ।
চিতলমারীতে কৃষি প্রযুক্তি মেলায় ১০ জন কৃষককে পুরস্কার প্রদান।
