বাগেরহাটের চিতলমারী উপজেলার ২০২৩-২৪ পুনঃস্থাপন ও ২০২৪-২৫ মৌসুমে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক সবজি পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে ২১৭টি পরিবারে মধ্যে পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শণীয় রক্ষণাবেক্ষণ ও পুনঃস্থাপন এর বীজ, চারা ও অন্যান্য সামগ্রী মালামাল বিতরণ করা হয়েছে।রবিবার (১জুন২০২৫) বিকাল ৪টায় উপজেলা কৃষি অফিস চত্বরে লালশাক, গাজর,ধনিয়া,পালনশাক,মুলা,ওলকপি, বিটকপি,লাউ,ডাটা,কলমি,মরিচ,পুইশাক, মিষ্টি কুমড়া,লালশাক, ডেড়শ,বেগুন, শসাসহ প্রতিটি ১প্যাকেট করে বীজ ও চুইঝালে ২টি করে চারা বিতরণ করা হয়েছে।
বিতরণের সময় উপস্থিত ছিলেন, ড.মনির হোসেন অতিরিক্ত উপপরিচালক (উদ্যান)কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি বাগেরহাট,উপজেলা কৃষি অফিসার কৃষি বিদ মোঃ সিফাত আল মারুফ, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ হাবিবুর রহমানসহ আরও অনেকে।
