উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বাগেরহাটে চিতলমারী উপজেলার ২০২৪-২৫ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এনট্রিপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭জুন)সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সিফাত আল মারুফ।
উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি বাগেরহাট মোঃ মোতাহার হোসেনের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষি বিদ মোঃ রফিকুল ইসলাম অতিরিক্ত পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চল,খুলনা।
আরও বক্তব্য রাখেন, মোঃমোসাদ্দেক হোসেন সিনিয়র মনিটরিং অফিসার খুলনা অঞ্চল, তাপস পাল উপজেলা নির্বাহী অফিসার, মোল্লা সাইফুল ইসলাম উপজেলা সমবায় অফিসার প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ হাবিবুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সরকারি কর্মকর্তা,গণ্যমান্য ব্যক্তিবর্গ, বেসরকারি সংস্থা প্রতিনিধি, পিএসএফ, নন পিএসওফ সদস্য, সাংবাদিকসহ প্রায় শতাধিক গন্যমান্য ব্যক্তিবর্গ।
