দেশ মাতৃকা ও বিশ্ব জননীর সকল সন্তানের কল্যাণ ও শান্তি কামনায় বাগেরহাটের চিতলমারী উপজেলার কেন্দ্রীয় শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দির (আখড়াবাড়ি) ২৪ প্রহর ব্যাপী আগামী ইংরেজি ২৩,২৪ ও ২৫শে মে শুক্র, শনি ও রবিবার শ্রীশ্রী অখন্ড তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে ২২শে মে বৃহস্পতিবার সন্ধ্যায় ৭টায় শ্রীমদ্ভাগবত পাঠ ও শুভ মহাযজ্ঞের অধিবাস অনুষ্ঠিত হবে। উক্ত ভাগবত পাঠক সাতক্ষীরা শ্রীবিল্বমঙ্গল দেবনাথ দাসজী।
এ অনুষ্ঠানে গোপালগঞ্জে মাষ্টার গৌতম মন্ডল, গোকুল কৃষ্ণ সম্প্রদায়, নড়াইল, মাষ্টার আশুতোষ পাল, জয়রুপ সনাতন সম্প্রদায়, খুলনা, মাষ্টার কৃষ্ণা সরকার, শিশু কৃষ্ণ সম্প্রদায়, ঢাকা, মাষ্টার অপু মজুমদার, বন্ধুবিহারী সম্প্রদায়, খুলনা, মাষ্টার বিশ্বজিৎ মিস্ত্রী, জগৎবন্ধু সম্প্রদায় ও কুষ্টিয়া মাষ্টার বুলবুলি বিশ্বাস রাধাবিনোদ সম্প্রদায় দল অংশগ্রহণ করবেন।
রাধা গোবিন্দ মন্দির কমিটির সভাপতি, বাদল সাহা বলেন, আমাদের প্রস্তুতি প্রায় শেষে পথে। প্রতি বছরের ন্যায় এ বছরেও হাজার হাজার ভক্ত বৃন্দের আগমন ঘটবে।
