বাগেরহাটের চিতলমারী উপজেলার দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো) ২য় পর্যায় ৩দিন ব্যাপী (২৩জুন হতে ২৫জুন পর্যন্ত) ৩০জন নারী সদস্যের আইজিএ আয়বর্ধনমূলক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
বুধবার সকাল ১০টায় উপজেলা বিআরডিবি হল রুমে এ প্রশিক্ষণ প্রদানে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার তাপস পাল, উপজেলা প্রাণীসম্পদ অফিসার আহমেদ ইকবাল, থানা অফিসার ইনচার্জ এসএম শাহাদাত হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ সহিদুল ইসলাম, উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা হুমায়ুন কবির শুভপ্রমুখ।
বক্তারা বাল্য বিবাহের কুফল, নারীর ক্ষমতায়ন এবং আত্মকর্মসংস্থান সৃজন, গরুর জাত উন্নত করার কৌশল ও কৃত্রিম প্রজনন,গাভী ডাকে আসা বা গরম হওয়ার লক্ষণ নিরব গরু ও সুষ্ঠু প্রজনন ব্যবস্থাপনা গাভীর গর্ভাবস্থা নির্ণয়, জঙ্গিবাদ,নারী নির্যাতন ও এ সংক্রান্ত অন্যান্য বিষয়ে সচেতনতা তৈরিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
