বাগেরহাটের চিতলমারীতে জমি ক্রয়-বিক্রয় সংক্রান্ত বিরোধকে কেন্দ্রকরে এক চা’ দোকানীকে হত্যা করেছে প্রতিপক্ষ। বুধবার (১৩ নভেম্বর) দুপুরে এ ঘটনাটি ঘটেছে উপজেলার চরবড়বাড়িয়া গ্রামে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকাবাসী জানান, চরবড়বাড়িয়া গ্রামের নগেন্দ্রনাথ গাইনের ছেলে চা দোকানী ক্ষীতিশ গাইন (৬৫) এর সাথে একই গ্রামের সেকেল উদ্দীনের ছেলে সকিনুর শেখ (৪২) এর জমি ক্রয় সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। বুধবার সকাল ১১টায় এই বিষয় নিয়ে স্থানীয়ভাবে একটি সালিশ বৈঠক হয়। সালিশ বৈঠকে উভয় পক্ষের মধ্যে মিট মিমাংসা হয়ে যায়। পরবর্তীতে বেলা সাড়ে ১২টার দিকে ক্ষীতিশ গাইনের নাবালিকা নাতনীর সামনে ঘাতক সকিনুর ক্ষিতিশকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা গুরুতর আহত ক্ষীতিশ গাইনকে উদ্ধরকরে চিতলমারী স্বাস্থ্যকেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত: ঘোষনা করেন। চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি)এসএম শাহাদাৎ হোসেন জানান, জমি ক্রয়-বিক্রয় সংক্রান্ত ব্যপারে এ ঘটনা ঘটতে পারে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে।এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিলো।
Related Posts
ঝিনাইদহের শৈলকুপায় ভাতিজাদের হাতে চাচা খুন
ঝিনাইদহের শৈলকুপায় আপন দুই ভাই মিলে চাচা লাল্টু মোল্লাকে কুপিয়ে হত্যা করেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ১২নম্বর নিত্যানন্দপুর ইউনিয়নের কাকুড়াডাঙ্গা গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। লাল্টু মোল্লা কাকুড়াডাঙ্গা গ্রামের গেনো মোল্লার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বছর খানেক আগে ১২নম্বর নিত্যানন্দনপুর ইউনিয়নের কাকুড়াডাঙ্গা গ্রামের গেনো মোল্লার ছেলে লাল্টু তার ইতালি প্রবাসী চাচাতো ভাই আব্দুর […]
বাগআঁচড়ায় বৃদ্ধাকে পিটিয়ে হত্যা! পাওনা টাকা চাওয়াকে ঘিরে।
যশোরের শার্শায় পাওনা টাকা চাওয়ায় রহিমা খাতুন (৭০) নামে এক বৃদ্ধা মহিলাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টার দিকে উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের পিঁপড়াগাছি গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত রহিমা খাতুন এই গ্রামের মৃত নবীছদ্দীন গাজীর স্ত্রী। এ ঘটনার পরপর হত্যাকারী অপু হোসেন(৩০) ও তার পরিবারের লোকজন আত্মগোপনে চলে গেছেন। স্থানীয়রা জানান, নিহত রহিমা […]
শার্শা থানা পুলিশের বিশেষ অভিযান, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ০৫
যশোরের শার্শায় পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী সহ মোট পরোয়ানাভুক্ত ০৫ (পাঁচ) জন গ্রেফতার হয়। গ্রেফতারকৃতরা হলেন, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী- মোঃ জাহাঙ্গীর আলম, পিতা-মৃত মজিবর রহমান, সাং-সমন্ধকাঠী, থানা-শার্শা। আসামী- আনিছ সরদার, পিতা-রহিম বকস সরদার, সাং-অগ্রভুলট (দক্ষিনপাড়া)। আসামী মোহাম্মদ আলী নেদু, পিতা-মৃত ওহাব শেখ, সাং-নাভারণ রেলবাজার, থানা-শার্শা, জেলা-যশোর। মোঃ মিলন গাজী, পিতা-মোঃ সিদ্দিকুর রহমান, সাং-অগ্রভুলট, থানা-শার্শা, […]
