চিতলমারীতে জাতীয় পুষ্টি  সপ্তাহ ২০২৫, সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ।

বাগেরহাটের চিতলমারী উপজেলার জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(৩জুন২০২৫) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ শর্মী রায়ের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস পাল।

আরও বক্তব্য রাখেন, উপজেলা মেডিকেল অফিসার ডাঃ পারুল আক্তার, মেডিকেল অফিসার ডাঃ মুক্তি বিশ্বাস, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ সোহেল পারভেজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার ভৌমিক, উপজেলা সেনেটারী ইন্সপেক্টর রিয়াজুল ইসলামপ্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা মেডিকেল অফিসার ডাঃ এমআর ফরাজী।

চিত্রাঙ্গন প্রতিযোগিতা,পুষ্টি কুইজ প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা ও বন্ধন প্রতিযোগিতায় প্রাথমিক বিদ্যালয় থেকে ১০ জন ও মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০জন মোট ৩০ জন ছাত্র ছাত্রী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

পরে বিজয়ীদের হাতে পুরস্কার ও ১২জন হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে চাল, ডাল, তেল, লবণ, সিমাইসহ বিভিন্ন ধরনের খাবার পণ্য বিতরণ করা হয়।

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানে আয়োজনে,বাস্তবায়নে ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিতলমারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *