উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত বাগেরহাটের চিতলমারী উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট ১আসনে মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাও. মশিউর রহমান খান এর ঈদুল আজহা উপলক্ষে রেলি, গনসংযোগ ও পথসভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯জুন) সকাল ৯ টায় উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার থেকে শুরু করে রেলি, জনসংযোগ ও পদশোভাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পারপাড়া, চৌদ্দহাজারি, বাখরগঞ্জ, ডুমুরিয়া, বারাসিয়া, কলিগাতী, নালুয়া বাজার, চিংগড়ী, শৈলদাহ, বাংলা বাজার, বোয়ালিয়া হয়ে চিতলমারী উপজেলা মোড়ে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী সুরা সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান, চিতলমারী উপজেলার জামায়াতে ইসলামী আমির মাওলানা গাজী মনিরুজ্জামান, উপজেলা নায়েবে আমির বীর মুক্তিযোদ্ধা শিকদার আঃ আলী, সেক্রেটারি জাহিদুজ্জামান নান্না, বিশিষ্ট ব্যবসায়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মনোনীত পদপ্রার্থী শেখ কামরুল ইসলাম, মাও. মাসুম বিল্লাহ, গাজী আনিচুর রহমানসহ আরও অনেকে। প্রায় পাঁচ শতাধিক মোটরসাইকেল নিয়ে এ সময় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
