বিগত আওয়ামীলীগের শাসনামলে শেখ পরিবারের প্রভাবশালী নেতা ও প্রধান বিচারপতির নাম ভাঙ্গিয়ে রেকর্ডীয় জায়গা দখল করে রাস্তা নির্মাণ করেছেন বলে অভিযোগ, উপজেলা ঘোলা গ্রামের মিজানুর রহমানের ছেলে সোহেল এর বিরুদ্ধে।
মঙ্গলবার (২২এপ্রিল) সকাল ১১টায় বাগেরহাটের চিতলমারী প্রেসক্লাবে নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত পাঠের মাধ্যমে এ অভিযোগ করেন, উপজেলা ঘোলা গ্রামের মোঃ কাউছার আলী শেখের ছেলে মোঃ আব্দুল হাই শেখ। আব্দুল হাই বড়বাড়িয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, বিগত আওয়ামীলীগ শাসনামলে শেখ পরিবারের প্রভাবশালী এমপি শেখ হেলাল উদ্দিন ও কালো মানিকের নাম ভাঙিয়ে আমার রেকর্ডীয় জায়গা দখল করে জোরপূর্বক রাস্তা নির্মাণ, বসতঘর তৈরি করেন এবং আমাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেন। আমি বিষয়টি কিছু দিন আগে সেনাবাহিনীকে লিখিত ভাবে জানিয়েছি, সেনাবাহিনী বিষয়টি বড়বাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ সরদার ও স্থানীয় ইউ’পি সদস্য এশারত এর কাছে দায়িত্ব দেন। গত ১১/০১/২৫ তারিখে গ্রাম্য একটি সালিশে মাধ্যমে বসে সিদ্ধান্ত হয়, তিন মাসের মধ্যে দখলকৃত জায়গায় ছেড়ে দিবেন সোহেল কিন্তু তিন মাস অতিবাহিত হলেও স্থাপনাগুলো সরিয়ে নেয়নি।
এই বিষয়টিও ২১ এপ্রিল ২৫ তারিখে চিতলমারী থানায় একটি অভিযোগও করেছি। আমার মতো ঘোলা ও দলুয়াগুণী গ্রামের হাসিব শেখ, তরিক শেখ, নান্টু শিকদার, সবুজ শেখ সহ অনেকে মিথ্যা মামলায় হয়রানির শিকার হয়েছেন।
তিনি আরও বলেন, সোহেলের বাবা একজন পুলিশ সদস্য অথচ সোহেল বর্তমানে কোটি কোটি টাকার মালিক হয়েছেন। সোহেলের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়ার জোর দাবী করছি। সেই সাথে আমি আমার দখলকৃত জায়গা ফেরতের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
