উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বাগেরহাটের চিতলমারীতে ২০২৪-২৫ অর্থ বছরে রবি মৌসুম কৃষকদের মাঝে বোরো ধানের (উফসী) সমলয় চাষাবাদের প্রদর্শণী স্থাপনের নিমিত্তে কৃষি প্রণোদনা কর্মসূচি এর আওতায় রাইচ ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ৫০ একর জমিতে ধান রোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (৫জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা কলাতলা ইউনিয়নে রাজনগর এলাকায় কৃষি অফিসার কৃষিবিদ শংকর কুমার মজুমদার উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, বাগেরহাট এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার তাপস পাল, প্রাণীসম্পদ অফিসার আহমেদ ইকবাল, সিনিয়র মৎস্য অফিসার শেখ আসাদুল্লাহ, প্রকৌশলী অফিসার মোঃ সাদ্দাম হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী অফিসার মোঃ আজমল হোসেন, সমাজসেবা অফিসার মোঃ সোহেল পারভেজ, সমবায় অফিসার মোল্লা সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক অফিসার মোঃ হাফিজুর রহমান, যুব উন্নয়ন অফিসার শেখ মোঃ আজগর আলী প্রমুখ।অনুষ্ঠান সঞ্চালনে ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষি বিদ মোঃ সিফাত আল মারুফ। বাস্তবায়নে ছিলেন উপজেলা প্রশাসন।
চিতলমারীতে ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধান রোপণ উদ্বোধন করেন জেলা প্রশাসক।
