এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই “তারুণ্যের উৎসব -২০২৫ উদযাপন উপলক্ষে বাগেরহাটে চিতলমারী উপজেলার কিশোর কিশোরীদের পুষ্টি বিষয়ক কর্মশালা, নিউট্রিশিন অলিম্পিয়ার্ড ও বিনামূল্যে স্বাস্থ্যসেবা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস পাল এর সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন, উপজেলার মেডিকেল অফিসার ডাঃ আবু ইসানুর, মেডিকেল অফিসার ডাঃ এমআর ফরাজী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সোহেল পারভেজ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মোঃ আজমল হোসেন, উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোসা কামরুন্নাহার, উপজেলা শিক্ষা কর্মকর্তা অচ্যুতানন্দ দাস, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জেলার যুগ্ম আহবায়ক রহমত শেখ, চিতলমারী হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শিক্ষক অর্পণা গোলদারপ্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মোঃ আজগর আলী। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে আয়োজনে, সার্বিক তত্ত্বাবধানে প্রধান উপদেষ্টার কার্যালয়,বাস্তবায়নে উপজেলা প্রশাসন চিতলমারী।
চিতলমারীতে তরুণ্যকে ঘিরে পুষ্টি বিষয়ক কর্মশালা।
