“তারুণ্যের উৎসব-২০২৫” “এসো দেশ বদলাই পৃথিবী বদলাই” এই প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে বাগেরহাটে চিতলমারীতে পরিচ্ছন্নতা অভিযান ও বর্জ্য-শূন্যতার প্রচার রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার (২জানুয়ারী)বিকাল ২টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারী উপস্থিতিতে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।এ সময় উপস্থিত ছিলেন চিতলমারী থানায় অফিসার ইনচার্জ এসএম শাহাদাত হোসেন, প্রানীসম্পদ অফিসার মোঃ আহমেদ ইকবাল, কৃষি অফিসার কৃষি বিদ মোঃ সিফাত আল মারুফ,মৎস্য অফিসার শেখ মোঃ আসাদুল্লাহ,প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী অফিসার মোঃ আজমল হোসেন, যুব উন্নয়ন অফিসার শেখ মোঃ আজগর আলী,সমাজসেবা অফিসার মোঃ সোহেল পারভেজ, সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক খোকন মন্ডল, চিতলমারী নাগরিক কমিটির সভাপতি জুয়েল ফকির, সাধারণ সম্পাদক রেজোয়ান কবিরপ্রমুখ।স্থানীয় সরকার বিভাগের আয়োজনে, বাস্তবায়নে ছিলেন উপজেলা প্রশাসন।সার্বিকতত্ত্বাবধায়নে প্রধান উপদেষ্টার কার্যালয়।
চিতলমারীতে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ এর আলোচনা সভা
