স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সহযোগিতায় ও উপজেলা প্রশাসনে তত্ত্বাবধানে তারুণ্যের উৎসব- ২০২৫ এর ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালায় বাগেরহাটের ‘চিতলমারী উপজেলার ৭টি ইউনিয়নের বিজয়ী দল অংশগ্রহণ করেন।সোমবার (১৩জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে। উক্ত কর্মশালার শুভ উদ্বোধন করেন তাপস পাল, উপজেলা নির্বাহী অফিসার। এ সময় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার মোসা. কামরুন্নেসা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, সোহেল পারভেজ,উপজেলা সমাজসেবা কর্মকর্তা, শেখ আজমল, উপসহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য অধিদপ্তর। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সদস্য সচিব ও উপজেলা প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন।
চিতলমারীতে ‘তারুণ্য উৎসব’, ইউনিয়নে বিজয়ীদের উপজেলা পর্যায়ে অংশগ্রহন।
