উপজেলা শিক্ষা অফিস আয়োজিত বাগেরহাটের চিতলমারীতে প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১জুলাই) সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে উপজেলা শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয় এবং স্বাগত বক্তব্য মধ্যদিয়ে শুভসূচনা করা হয়। এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চিতলমারী নবনির্বাচিত উপজেলার পরিষদ চেয়ারম্যান আবুজাফর মোঃ আলমগীর হোসেন সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কাজী আজমীর আলী, সহকারী উপজেলা শিক্ষা অফিসার তপন কুমার দেবনাথ, প্রভাত হালদার, শংকর বিশ্বাস, মোঃ মনিরুজ্জামান, এসো শিখি কো-অর্ডিনেটর গোলাম মোস্তফা, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সমিতির সভাপতি মুকুল কিশোর মজুমদার, চিতলমারী বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষক পরিষদ সভাপতি মোঃ এমরানুজ্জামান শেখ প্রমুখ। এ সভায় ১১১জন প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন। সভাটি পরিচালনা করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মানস কুমার তালুকদার।
চিতলমারীতে নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে প্রধান শিক্ষকদের সংবর্ধনা
