চিতলমারীতে নাশকতার মামলায় গ্রেফতার, শ্রমিক লীগ সভাপতি আতিয়ার শেখ।

বাগেরহাটের চিতলমারী উপজেলার শ্রমিক লীগ সভাপতি শেখ আতিয়ার রহমান (৫০)কে নাশকতার মামলায় আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে।

বৃহস্পতিবার (০৩এপ্রিল২০২৫) চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম শাহাদাত হোসেন জানান, এলাকায় অস্থিরতা সৃষ্টি ও দেশবিরোধী নানা কার্যক্রমের অভিযোগে তার নামে থানায় নাশকতার মামলা রয়েছে। সেই মামলায় ৩৯ জন এজাহার ভুক্ত  আসামির মধ্যে আড়ুয়াবর্ণী গ্রামের এই আতিয়ার শেখ অন্যতম। সে তার বংশীয় প্রভাব খাটিয়ে চিতলমারী সদর বাজারসহ আশেপাশের এলাকায় দীর্ঘদিন ধরে নানা অপকর্ম চালিয়ে আসছে বলে অভিযোগ।

চিতলমারীর খাগড়াবুনিয়া গ্রামের ইমান মোল্লা বাদী হয়ে গত ০৬ মার্চ ২০২৫ আতিয়ার শেখসহ ৩৯ জনের নাম উল্লেখ করে নাশকতার মামলা করেন। মামলা নং ০৪। বাকী আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *