চিতলমারীতে নিখোঁজের এগারো দিন পর, খালের কচুরিপানা থেকে গৃহবধূর লাশ উদ্ধার।

বাগেরহাটের চিতলমারী উপজেলার একটি খালের কচুরিপানা ভিতর হতে  মধ্য বয়সী বিধবা গৃহবধু লাশ উদ্ধার হয়েছে।উদ্ধারকৃত গৃহবধুর নাম লাভলী বেগম (৪৫)।সে চরচিংগড়ী গ্রামের মুনছুর আলী শেখের মেয়ে। নিহতের পাঁচ ও সাত বছরে দুই মেয়ে রয়েছে। পুলিশ শনিবার উপজেলা সীমান্তবর্তী চরচিংগড়ী মরা খাল হতে  লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরণ করেছে।

পুলিশ ও এলাকাবাসী জানান, উদ্ধারকৃত গৃহবধুর লাশটি একটি ইটভর্তি বস্তায় সাথে বাধা ছিল। এলাকাবাসী শনিবার সকালে ঔ খালে কচুরিপানা পরিষ্কারে সময় লাশের পরিহিত কাপড় (স্যালোয়ার- কামিজ)  দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। এবং পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উদ্ধারকৃত লাশের ক্ষত চিহ্ন দেখা গেছে। নিহতের পিতা মুনছুর আলী শেখ জানান, তার মেয়ে সরকারি রাস্তার পরিস্কারের কাজ করতো।গত এগারো দিন ধরে সে নিখোঁজ ছিল। এই নিখোঁজে বিষয়ে তিন দিন আগে থানায় লিখিত ভাবে জানিয়েছিলাম।তিনি আরও জানান, তার মেয়ে প্রথম পক্ষে স্বামী আনোয়ার এর সাথে বনিবনা না হওয়ায় কয়েক বছর আগে মেয়ে লাভলীকে ছাড়াছাড়ি করিয়ে মেয়েকে  দ্বিতীয় বিয়ে দেয়া হয়। দ্বিতীয় পক্ষে স্বামীর ঘরে দুই কন্যা সন্তান হওয়ার কিছু দিন পর দ্বিতীয় স্বামী মারা যান। এর পর লাভলী রাস্তা দিন মজুরিরে কাজ করে দুই মেয়েকে লালন পালন করছিলেন।

এদিকের প্রথমপক্ষের ছেলে রাফবি(২৫) নেশার টাকার জন্য সম্প্রতি তার মা লাভলীকে চাপ দিচ্ছিল বলে এলাকাবাসীর অভিযোগ। তবে সপ্তাহে খানেক ধরে নিহতের ছেলে রাফবির কোন খোঁজ পাওয়া যাচ্ছে না বলে এলাকাবাসী জানান। এমন পরিস্থিতিতে এই মৃত্যুর কারণ রহস্য জনক বলে এলাকাবাসী অভিমত।

এই ব্যাপারে চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম শাহাদাত হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাটে প্রেরণ করা হয়েছে। রির্পোট পাওয়া পর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।মৃত্যুর রহস্যের উদঘাটনে চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *