“বাংলার পাট বিশ্বমাত, বঙ্গবন্ধুর সোনার দেশ, স্মার্ট পাট শিল্পের বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের চিতলমারীতে পাট অধিদপ্তরের বাস্তবায়নাধীন ” উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় ৭৫জন পাট চাষীদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। বুধবার (২৬জুন) সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে চিতলমারী পাট অধিদপ্তর আয়োজিত এ সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেনে সভাপতিত্বে, সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শংকর কুমার মজুমদার, উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামার বাড়ি বাগেরহাট। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষিবিদ মোঃ সিফাত আল মারুফ, উপজেলা কৃষি অফিসার, মোঃ মুজিবর রহমান পাট পরিদর্শক খুলনা, সাথী হালদার উপ-সহকারী পাট কর্মকর্তা চিতলমারী প্রমুখ।
পাট চাষীদের প্রশিক্ষণ প্রদান করেন, বাসুদেব হালদার জেলা পাট উন্নয়ন কর্মকর্তা বাগেরহাট।
