সন্তোষপুর,নাসিরপুর, সাড়েচারআনি, চৌদ্দহাজারি, বাবুআনা, সুড়িগাতি, নগর মান্দ্রা ও মতুয়া ভক্তবৃন্দ আয়োজনে বাগেরহাটে চিতলমারীতে শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিলন উৎসব-২০২৪ পালিত। সোমবার (১১ নভেম্বর) দিনব্যাপী উপজেলা সন্তোষপুর সার্বজনীন দূর্গা মন্দির চত্বরে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানে হাজার হাজার মতুয়া ভক্ত বৃন্দ এ উৎসবে যোগদান করেন। এ সময় উপস্থিত বাগেরহাটে পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ, চিতলমারী থানার অফিসার ইনচার্জ শাহাদাৎ হোসেন, বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যাণফ্রন্ট এর সহসভাপতি অসীম কুমার সমাদ্দার, চিতলমারী উপজেলার হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যাণফ্রন্ট আহবায়ক অধ্যাপক জহরলাল সরকারসহ আরও অনেকে।
চিতলমারীতে পালিত হরিগুরুচাঁদ মতুয়া মিলন উৎসব-২০২৪
