চিতলমারীতে পালিত হল আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৪

উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত বাগেরহাটের চিতলমারীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৪ “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার তাপস পাল এর সভাপতিত্বে জাতীয় পতাকা উত্তোলন, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায বক্তব্য রাখেন, চিতলমারী থানার অফিসার ইনচার্জ এসএম শাহাদাত হোসেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সিফাত আল মারুফ, সিনিয়র মৎস্য অফিসার শেখ আসাদুল্লাহ, প্রাণিসম্পদ অফিসার মোঃ আহমেদ ইকবাল, সমাজসেবা অফিসার মোঃ সোহেল পারভেজ, মহিলা বিষয়ক অফিসার মোঃ হাফিজুর রহমান, উপজেলা বিএনপির আহবায়ক মমিনুল হক টুলু বিশ্বাস, জামায়াতে ইসলামি নায়েবে আমির বীর মুক্তিযোদ্ধা শিকদার আহমদ আলী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ কামরুজ্জামান খান পিকলু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *