“একটাই লক্ষ্য হতে হবে দক্ষ” দক্ষ হলে বিদেশ গেলে অর্থ সম্মান দুই মিলে “, “প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার,বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার” এই প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে বাগেরহাটের চিতলমারীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস-২০২৪ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে উপজেলা কৃষিবিদ কৃষি অফিসার মোঃ সিফাত আল মারুফ এর সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন, উপজেলা শ্যামপাড়া কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আতিকুজ্জামান, থানা অফিসার ইনচার্জ এসএম শাহাদাত হোসেন, মৎস্য অফিসে মেরিন ফেসারিজ অফিসার মোঃ আশরাফুল আলম, কারিগরী শিক্ষক মোঃ খালেকুজ্জামান, আল আবির হোসেন, ফারজানা রহমান এমি,জয়ব্রত দেবনাথ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষক শিবাবুল হেলাল। উপজেলা প্রশাসনের আয়োজনে বাস্তবায়নে ছিলেন কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)।
চিতলমারীতে পালিত হল আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস-২০২৪
