বাগেরহাটের চিতলমারীতে সরকারি জলাশয়ে বন্দোবস্ত পাওয়া জন্য পানি উন্নয়ন বোর্ডে আবেদন করায় এক হিন্দু পরিবারে বাড়িতে চড়াও হয়েছেন প্রভাবশালী এক বিএনপি নেতার ছেলে ও তার লোকজন।
এ সময় অসহায় ওই হিন্দু পরিবারে ন্যায্যতার পক্ষে অবস্থান নিলে পুলিশিং কমিটির সভাপতি লাখফার তালুকদার ওরফে আবুল বাসার (৪৮)কে কুপিয়ে আহত করা হয়েছে। আশংকাজনক অবস্থায় লাখফারকে চিতলমারী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শুক্রবারে এই হামলার পর শনিবার (৩মে২৫) এই ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী। এই ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
চিতলমারী থানায় আহত লাখফারে লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলা চৌদ্দহাজারী গ্রামের বাসিন্দা প্রভাবশালী নওশের তালুকদারে ছেলে সুমন তালুকদার,বাগেরহাট খাদ্দার এলাকায় কালু সরদারে ছেলে জসিম সরদার, উকিল উদ্দিনে ছেলে বাশার তালুকদার,হাবিবুর তালুকদারে ছেলে কামরুল তালুকদার, তাইজুল তালুকদার ছেলে সাব্বির তালুকদারসহ বহিরাগতরা চৌদ্দহাজারী গ্রামের এসে অসহায় হিন্দু নিপা হালদার ওরফে নুপুরদের বাড়িতে চড়াও হয়।এই খবর পেয়ে দ্রুত ওই হিন্দু পরিবারে পক্ষে গিয়ে অবস্থান নিলে প্রভাবশালীরা কুপিয়ে মারাত্মক ভাবে আহত করে।
এই হামলাকারীরা নিপাদের জায়গায় জমি সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডে জলাশয় জবর দখল করেছে।অপরদিকে নিপাদের পরিবার বৈধভাবে ওই জলাশয় জন্য পানি উন্নয়ন বোর্ডে কাছে লিখিত আবেদন করায় প্রভাবশালীরা তার বাড়িতে চড়াও হয়ে ছিল।
এসব প্রভাবশালীদের হত্যাচার জুলুম বন্ধ ও জলাশয় জবর দখল মুক্ত করার জন্য প্রশাসনে হস্তক্ষেপ কামনা করেন লাখফার তালুকদার। ভুক্তভোগী নিপা হালদার বলেন, বহিরাগত অপরিচিতরা আমাদের বাড়িতে চড়াও হয়ে আমার স্বামীকে খুজতে থাকে আমি তখন মোবাইলে প্রতিবেশি আবুল বাসার ওরফে লাখফারকে আমাদের বাড়িতে আসতে বলি। আসার পথে তাকে কুপিয়েছে।আমরা এখন প্রাণভয়ে আছি।
অপরদিকে প্রতিপক্ষ হাবিবুর তালুকদারে ছেলে কামরুল তালুকদার জানান, ওই জলাশয় জায়গায় আমরা ভোগ দখল করে আছি। ওই জলাশয় লাখফার ও তার লোকজন জোর করে স্থানীয় জেলেদেরকে নিয়ে মাছ ধরতে আসে।আমরা খবর পেয়ে ছুটে আসলে লাখফার ও তার লোকজন পালিয়ে যায়।
চিতলমারী থানার অফিসার ইনচার্জ এসএম শাহাদাত হোসেন জানান, উপর পক্ষের অভিযোগ করেছে,তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
