চিতলমারীতে প্রণোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বাগেরহাটে চিতলমারীতে ২০২৪-২৫ অর্থবছরে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ সহায়তা প্রদান প্রণোদনা কর্মসূচীর আওতায় সার ও বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা ৭টি ইউনিয়নে ৫১০জন  প্রান্তিক কৃষকদের মাঝে জনপ্রতি ১০কেজি ডিএপি, ১০কেজি এমওপি সার ও জনপ্রতি গম২০জন, শীতকালীন, পেঁয়াজ২০জন, সরিষা৩০০জন, সূর্যমুখী১০০জন ও খেসারি ৭০জনের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাপস পাল, উপজেলা কৃষি অফিসার কৃষি বিদ মোঃ সিফাত আল মারুফ, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শেখ আসাদুল্লাহ, উপজেলা প্রাণী সম্পদ অফিসার আহমেদ ইকবাল, উপজেলা ইন্জিনিয়ার মোঃ সাদ্দাম হোসেন, উপজেলা প্রকলপ বাস্তবায়ন কর্মকর্তা অপূর্ব কুমার দাস প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *