চিতলমারীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার বিতরণ শুরু।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বাগেরহাটে চিতলমারীতে ২০২৪-২৫ অর্থ বছরে পুনর্বাসন কর্মসূচীর আওতায় খরিপ মৌসুমে গ্রীষ্মকালীন মুগ ও তিল ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণে শুভ উদ্বোধন করেন ইউএনও তাপস পাল।

মঙ্গলবার (১৮মার্চ) সকাল ১১টায় উপজেলা কৃষি অফিস চত্বরে ইউএনও তাপস পালের সভাপতিত্বে ৫০জন কৃষকদের মাঝে ৫ কেজি মুগ, ১০ কেজি ডিএপি সার, ৫ কেজি এমওপি সার ও ৪০ জন কৃষকদের ১ কেজি তিল, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে।এ বিতরণে সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সিফাত আল মারুফ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সোহেল পারভেজ, উপজেলা সমবায় কর্মকর্তা মোল্লা সাইফুল ইসলাম, উপজেলা পল্লী দারিদ্র্য বিমোচন উন্নয়ন কর্মকর্তাসহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *