চিতলমারীতে ফেসবুক পোস্ট নিয়ে সংঘাত, নিহত ১, বাড়ি ও গুদামে আগুন।

বাগেরহাটের চিতলমারী উপজেলায় ফেসবুকে পোস্টকে কেন্দ্র করে প্রতিপক্ষকের হামলায় আহত শহীদ জিয়া মঞ্চ চিতলমারী শাখার সভাপতি কাজী নিজাম উদ্দিন বুধবার (১২ মার্চ) মারা গেছেন। এই খবর ১১টায় ছড়িয়ে পড়লে বিক্ষুদ্ধরা দুই টি টিনের বসত বাড়ি ও একটি গুদাম ঘর পুড়িয়ে দিয়েছে।খবর পেয়ে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ ও এলাকাবাসী ঘটনাস্থলে আগুন নিভানোর চেষ্টা করে। ততক্ষণে সকল আসবাবপত্রসহ অন্যান্য জিনিস পত্র পুড়িয়ে গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। তবে এ সময় কোন হতাহত হয়নি। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে জন্য পুলিশ মোতায়েন রয়েছে।

নিহত ভাই হিজলা মাঠপাড়া গ্রামের মৃতঃকাজী নুর মোহাম্মদ এর ছেলে কাজী শুভসহ এলাকাবাসী ও পুলিশ জানায়,গত ৫আগস্ট এর আগে হিজলা গ্রামের রফিক শেখের ছেলে সুফিয়ান শেখ তার ফেসবুকে “এক দফা কবর দে,জায়গায় জায়গায় খবর দে” লিখে পোস্ট দিয়ে ছিল, সেই পোস্ট স্ক্রিনশট দিয়ে রাখায়, সম্প্রতি বিষয়টি আলোচিত হয় এবং স্থানীয় বিএনপির কমিটি ঘটনাকে সামনে রেখে, দু’টি পক্ষের সৃষ্টি হয়। তারা এক পক্ষে কাজী  বংশ এবং অপর পক্ষের মোল্লা ও শেখ বংশের লোকেরা দ্বন্দ্বে জড়ায়। মঙ্গলবার ৭টায় দিকে মল্লিকে মোড়ে বসে দুই পক্ষে মারামারি হয়। এতে আহত হন নুর মোহাম্মদ এর ছেলে নওসের কাজী(৪০) ও কাজী নিজাম (বর্তমানে নিহত), শাহাবুদ্দিন কাজী ছেলে রিপন কাজী(৪০), জামাল কাজী ছেলে সাব্বির কাজী(২৬) ও আল মামুন বাবু(৩০)।

বুধবার সকাল সাড়ে ১০টায় দিকে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কাজী নিজাম মারা যায়। এই খবর এলাকায় দ্রুত ছড়িয়ে পড়লে নিহত পক্ষের লোকেরা প্রতিপক্ষ কালু শেখ এর দুই ছেলে রশিদ ও রফিক শেখের টিনের বসত বাড়িতে এবং মৃতঃ কাইছার এর ছেলে সাইফুল মোল্লা কাঁচামালের গুদাম ঘরে আগুন ধরিয়ে দেয়।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম শাহাদাত হোসেন জানান, নিহত ভাই জামাল কাজী বাদী হয়ে মামলা করেছেন। মামলা নং ৭। এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে জন্য পুলিশ মোতায়েন রয়েছে। এই ঘটনায় ৩জন গ্রেফতার হয়েছে এবং বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে উপজেলা বিএনপির আহবায়ক মমিনুল হক টুলু বিশ্বাস জানান, এলাকায় পূর্ব শত্রুতা জেরে এটা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *