যুগপৎ আন্দোলন ও জাতীয়তাবাদী সমমনা জোটের শীর্ষ নেতা ও বাংলাদেশ গনতান্ত্রিক পার্টি চেয়ারম্যান ও বাগেরহাট ১আসন (চিতলমারী, ফকিরহাট,মোল্লাহাট) মনোনয়ন প্রত্যাশী এসএম শাহাদাত হোসেনের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০জুলাই) রাত ৯টায় উপজেলা থানা রোডে গণতান্ত্রিক পার্টি নিজস্ব কার্যালয়ে এ মতবিনিময় সভা করেন।এ সময় বক্তব্য রাখেন, গণতান্ত্রিক পার্টি চেয়ারম্যান এসএম শাহাদাত হোসেন, তিনি বলেন, দেশ নায়ক তারেক জিয়া আমাকে বাগেরহাট ১আসনে থেকে মনোনীত করলে এবং বিজয়ী হলে মাদক, ঘুষ,দুর্নীতি, চাঁদাবাজী বন্ধ করবো এবং সুশাসন প্রতিষ্ঠা করবো।এলাকা উন্নয়ন করবো।
এ সময় আরও বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিকদলের সাবেক সভাপতি মোঃ কামরুল শেখ, বিএনপি নেতা আসাদুজ্জামান, মোঃ শাহিন আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জেলা যুগ্ম আহবায়ক শেখ রহমতুল্লাহ সহ অনেকে।
