চিতলমারীতে বিএনপির কেন্দ্রীয় নেতা কর্তৃক, নেতাকর্মীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ।

বাগেরহাটের চিতলমারী উপজেলার বিএনপির কেন্দ্রীয় নেতা ও বাগেরহাট ১ আসনে পদপ্রার্থী এ্যাডভোকেট ওহিদুজ্জামান দিপু, বিএনপির দলীয় নেতা-কর্মীদের মধ্যে ঈদ সামগ্রী উপহার হিসেবে পাঞ্জাবি, লুঙ্গি ও শাড়ি বিতরণ করেন। বৃহস্পতিবার (২৭মার্চ) সকাল ১১টায় চিতলমারী সরকারি এসএম মাধ্যমিক মডেল উচ্চ বিদ্যালয় মাঠ চত্বরে এ ঈদ সামগ্রী নেতাকর্মীদের মাঝে বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক মোঃ মোমিনুল হক টুলু বিশ্বাস, যুগ্ম আহবায়ক শরিফুল হাসান অপু তালুকদার, যুগ্ম আহবায়ক শিপন মুন্সি, বিএনপি নেতা শেখ জাহিদুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক জাকারিয়া মিলন, যুগ্ম আহবায়ক হুসাইন বিশ্বাস, সদস্য সচিব শেখ আসাদ, সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ নিয়ামত আলী খান, সদস্য সচিব কাশীনাথ বৈরাগী, উপজেলা তাতী দল নেতা রাজীব বাইকসহ বিএনপির অঙ্গসংগঠন নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *