বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বাগেরহাটের চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়ন দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ এপ্রিল (শুক্রবার) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলায় বিএনপির সদস্য সচিব মোঃ মোজাফফর রহমান আলম, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আহবায়ক মনিটরিং কমিটি বাগেরহাট ১ ও বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শামসের আলী মোহন, মনিটরিং কমিটির সদস্য ও জেলা বিএনপির সদস্য ব্যারিষ্টার মোঃ জাকির হোসেন, মনিটরিং কমিটির সদস্য ও জেলা বিএনপির সদস্য অধ্যাপক হাদী উজ্ জামান হিরো, জেলা বিএনপির নেতা ও বাগেরহাট ১ আসন পদপ্রার্থী ইন্জিনিয়ার এ্যাড. মাসুদ রানা, চিতলমারী উপজেলার বিএনপির আহবায়ক মোঃ মোমিনুল হক টুলু বিশ্বাস, সদস্য সচিব আহসান হাবীব ঠান্ডুসহ বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। ভোট গননা শেষে সভাপতি মোঃ গাউচ কাজী, সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান (কচি) ও সাংগঠনিক সম্পাদক মোঃ মিলু শিকদার কে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়েছে।
চিতলমারীতে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।
