বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে বাগেরহাটের চিতলমারীতে একজন নিহত হয়েছে। এই ঘটনায় এলাকার পরিস্থিতি ক্ষোভে উত্তপ্ত হয়ে উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয়রা জানান, পরিস্থিতি এখন থমথমে। এই ঘটনায় থানায় একটি মামলা হয়েছে এবং পুলিশ আসামীদের ধরতে তৎপর।
বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান কচি জানান, কলাতলা ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে মোস্তাফিজুর রহমান কচি গ্রুপের সাথে তার পক্ষের মধ্যে সংঘর্ষে হয়। এতে নুর ইসলাম শেখ সহ অনেকে আহত হন। গত ১৬ ফেব্রুয়ারি বিকেলের এই ঘটনায় আহত নুর ইসলামকে টুঙ্গিপাড়া হাসপাতাল হতে গোপালগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে নেয়। বুধবার (২৬/২/২০২৫) রাতে তিনি মারা যান।নুর ইসলাম উপজেলা চরচিংগড়ী গ্রামে জলিল শেখ এর ছেলে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) বাদ মাগরিব চিংগড়ী গ্রামে নিহত নুর ইসলাম শেখের পারিবারিক কবরস্থানে তার দাফন হবে।
অপরদিকে, প্রতিপক্ষ গোলাম কিবরিয়া মাস্টারের মোবাইল ফোন দিলেও তিনি রিসিভ করেননি।
চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম শাহাদাৎ হোসেন জানান, এই ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের জন্য পুলিশ অভিযান অব্যাহত রয়েছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রনের জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে।
