চিতলমারীতে ভুমিসেবা সপ্তাহ -২০২৪ শুভ উদ্বোধন

বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বাগেরহাট চিতলমারীতে ভুমিসেবা সপ্তাহ -২০২৪ উদযাপিত হয়েছে। সোমবার(১০জুন) সকাল ১১টায় উপজেলা ভুমি অফিসে সামনে শুভ উদ্বোধন ও ফিতা কাটার মধ্য দিয়ে কার্যক্রম শুরু করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেন।

উপজেলা ভুমি অফিস আয়োজিত ভুমি অফিস মিলনায়তনে এ সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেন। ভুমিসেবা সপ্তাহ উপলক্ষে জমির নামজারী খতিয়ান, চান্দিনা ভিটি,ডিসিআর এবং ভিপি সম্পত্তি নবায়ন পত্র সেবা প্রার্থীদের হাতে তুলে দেন । এ সেবা ১৪ জুন পর্যন্ত চলমান থাকবে। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) বেদবতী মিস্ত্রি,থানায় অফিসার ইনচার্জ মোঃ ইকরাম হোসেন খান, সদর ইউ’পি চেয়ারম্যান শেখ নিজাম উদ্দিন, সমাজসেবা অফিসার মোঃ সোহেল পারভেজ, যুব উন্নয়ন অফিসার মোঃ সোহরাব হোসেন, সমবায় অফিসার মোল্লা সাইফুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *