চিতলমারীতে ভূমি মেলা ২০২৫, শুভ উদ্বোধন।

বাগেরহাটের চিতলমারী উপজেলার ভূমি মেলা ২০২৫ শুভ উদ্বোধন, বর্ণাঢ্য রেলি ও জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ মে ২০২৫) সকাল ১০টায় উপজেলা ভূমি অফিসের নিজস্ব কার্যালয় এই শুভ উদ্বোধন, রেলি ও জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার তাপস পাল এর সভাপাতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ মোমিনুল হক টুলু বিশ্বাস, সদস্য সচিব আহসান হাবিব ঠান্ডু, সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও শেরে বাংলা ডিগ্রি কলেজ সভাপতি লুনা গাজী, উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা গাজী মনিরুজ্জামান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সিফাত আল মারুফ, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ হাফিজুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ সোহেল পারভেজ, চিতলমারী প্রেসক্লাব সভাপতি মোঃ একরামুল হক মুন্সি, সাধারণ সম্পাদক অরুণ কুমার সরকার, থানার প্রতিনিধি উপপরিদর্শক মোঃ মাসুম বিল্লাহ, উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ আসাদ, বাগেরহাট জেলা যুগ্ম আহ্বায়ক শেখ রহমতুল্লাহ প্রমুখ।

উপজেলা ভূমি অফিসের আয়োজনে, সহযোগিতায় ছিলেন ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *