পঞ্চপল্লী তারক সেবা সংঘ আয়োজিত বাগেরহাটের চিতলমারীতে পঞ্চপল্লী শ্রী শ্রী তারকচাঁদ মতুয়া সংঘের উদ্যোগে মতুয়া মহোৎসব ও গুরুভাইদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ডিসেম্বর) দিনব্যাপী উপজেলা দানোখালী পান্ডে বাড়ি মতুয়া সংঘ রবীন্দ্রনাথ রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জয়পুর তারক ধামের যোগ্য উত্তর সূরী শ্রীমৎ পরিক্ষীত গোসাই।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গুরুমাতা শ্রীমতি মিনাক্ষীদেবী, প্রভাষক রনজিত কুমার রায়, শ্রী চন্দ্র শেখর মিস্ত্রি,গৌতম মন্ডল, শিক্ষক বাবুল কুমার ব্রহ্ম ,ভরত গোসাই, ঠাকুরদাস গোসাইপ্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন রাইমোহন মজুমদার (মনি)। অনুষ্ঠানে মতুয়া সংঘের নতুন কমিটি গঠন করা হয়। সুভাষ রায়কে সভাপতি ও সদানন্দ পান্ডবকে সাধারণ সম্পাদক করে ১৩০ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
চিতলমারীতে মতুয়া মহোৎসব ও গুরুভাইদের মিলনমেলা
