উপজেলা প্রশাসন আয়োজিত বাগেরহাটের চিতলমারীতে মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবার সদস্যগনের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার (১৬ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার তাপস পাল এর সভাপাতিত্বে এ সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ ফরহাদ হোসেন, উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আবুতালেব, উপজেলা জামায়াতে ইসলামী নায়েবে আমির মাওলানা শিকদার আহমদ আলী, বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ সোহেল পারভেজ। এ সভায় সাতশ সত্তর (৭৭০) জন মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার উপস্থিত ছিলেন। এদিকে উপজেলা প্রশাসনে আযোজনে দিনব্যাপী মহান বিজয় মেলা অনুষ্ঠিত হয়েছে। এ মেলায় অংশগ্রহণ করেন উপজেলা কৃষি অফিস, সমাজসেবা অফিস, মহিলা বিষয়ক অধিদপ্তর অফিস, প্রানীসম্পদ অফিস, মৎস্য অফিস, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, সমবায় অফিস, স্বাস্থ্য বিভাগ, এনজিও উত্তরণ, রিগ্যাল ফার্নিচার, মার্সেল ইলেক্ট্রনিকসহ আরও। বিকাল ৩টায় সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবস পালনের শুভ সূচনা হয় এবং কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। সকাল ৮.৩০ উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তরন করেন।
চিতলমারীতে মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন
