বাগেরহাটে চিতলমারী উপজেলার চরবড়বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র জয় ঢালী জাতীয় পর্যায় “উচ্চ লাফ” ইভেন্টে অংশ গ্রহন করে ২য় স্থান অধিকার করেছে। গতকাল চট্টগ্রামে ৫৩তম জাতীয় শীতকালীন খেলায় সে এই অর্জন করেন। প্রথমে চিতলমারী উপজেলায় ১ম স্থান, পরবর্তীতে বাগেরহাট জেলা পর্যায়ে ১ম স্থান, খুলনা অঞ্চল পর্যায়ে ১ম স্থান এবং অবশেষে গতকাল জাতীয় পর্যায়ে চট্টগ্রামে অনুষ্ঠিত “উচ্চ লাফ” ইভেন্টে ২য় স্থান অধিকার করে রৌপ্য পদক অর্জন করেছে। তার এই সাফল্য চিতলমারী উপজেলা মাধ্যমিক পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেছেন।
চিতলমারীতে ‘রৌপ্য পদক’ অর্জন, জয় ঢালীর।
