চিতলমারীতে শতাধিক পরিবার বৃষ্টিতে জলাবদ্ধ পানি নিষ্কাশনের জন্য প্রশাসনের সুদৃষ্টির আহ্বান।

বাগেরহাটের চিতলমারীর চরবানিয়ারী ইউনিয়নের ব্রহ্মগাতী গ্রামের শতাধিক পরিবার জলাবদ্ধ হয়ে চরম মানবেতর জীবনযাপন করছে। তাদের পানি সরানোর জন্য ইউপি মেম্বার, চেয়ারম্যানকে জানিয়েও কোন ফল হয়নি। এই ব্যাপারে লিখিতভাবে তারা চিতলমারীর ইউএনওর হস্তক্ষেপ কামনা করছেন।

সোমবার (১৪ জুলাই, ২০২৫) জানা যায়, বাগেরহাটের চিতলমারী উপজেলা সদর হতে মাত্র এক কিলোমিটার দূরে। ব্রহ্মগাতী গ্রামের শতাধিক পরিবার জলাবদ্ধ অবস্থায় রয়েছে। ওই গ্রামের বাসিন্দা মঞ্জুয়ারা বেগম, অসিম সিকদার, জানান, গত ১০-১২ দিন ধরে তাদের মতো শতাধিক পরিবার বৃষ্টির পানিতে জলাবদ্ধ হয়ে আছে।

অনিতা বিশ্বাস জানান, রান্নাঘরগুলোর মেঝে ডুবে থাকায় তিনবেলা রান্না করতে পারছেন না। একবেলা সেদ্ধভাত খেয়ে বাঁচতে হচ্ছে। বিষয়টি এলাকার মেম্বার, চেয়ারম্যানকে জানানোর পরেও কোন খোঁজ নিচ্ছে না।

গুরুদাস মন্ডল ও গৌতম বিশ্বাস জানান, ব্রহ্মগাতী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ বালু দিয়ে উচুকরণের ফলে গ্রামের পানি নদীতে বের হতে পারছে না। গত দুই বছর ধরে এই অবস্থা হচ্ছে। এখন মশা ও সাপের কারণে  বসবাস করা যাচ্ছে না। এই ব্যাপারে গ্রামবাসী গত ১০ জুলাই, ২০২৫ চিতলমারী ইউএনওর কাছে লিখিত আবেদন করেন।

ব্রহ্মগাতী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামলেন্দু গোলদার জানান, পরিবারগুলো মারাত্মক কষ্টে রয়েছেন। মশা, সাপের উপদ্রব চলছে। পানি নিষ্কাশনের জন্য সরকারের সুদৃষ্টি কামনা করি।

এই ব্যাপারে সোমবার (১৪ জুলাই, ২০২৫) বিকেলে চিতলমারী নির্বাহী কর্মকর্তা তাপস পাল বলেন, তিনি লিখিত আবেদন পেয়েছেন। অচিরেই ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় সরকারি সহায়তা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *