চিতলমারীতে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, উদ্যোগে স্বর্গীয় সহদেব মন্ডল স্মৃতি ফাউন্ডেশনে।

বাগেরহাটে চিতলমারী উপজেলার নবপল্লী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারী) সকাল ১১টায় উপজেলা রায়গ্রামে নবপল্লী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রীনা রানী পোদ্দার এর সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা বিমল কৃষ্ণ মন্ডল, ভুমিদাতা প্রদীপ মন্ডল, শিক্ষক মনোজ কুমার মজুমদার,সুমন মন্ডল,দেবাশীষ হীরা, আজরুল ইসলাম, তাপস কুমার, মিলন বিশ্বাস, শিক্ষক মিসেস আফরোজা প্রমুখ। এ সময় স্বপ্নদ্রোষ্টা ও প্রতিষ্ঠাতা স্বর্গীয় সহদেব মন্ডল স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষক পরিবারে সন্তান ফাউন্ডেশনের  প্রতিষ্ঠাতা পলাশ কুমার মন্ডল, বিকাশ চন্দ্র মন্ডল, অমিত কুমার মন্ডল বার জন মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি বাবদ নগদ অর্থ প্রদান করেন। এ সময় শিক্ষক পলাশ কুমার মন্ডল বলেন, আমার বাবার স্মৃতিকে ধরে রাখতে প্রতি বছরে ন্যায় এ বছরও সপ্তম শ্রেণী থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে এ বৃত্তি টাকা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক পরিতোষ কুমার মজুমদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *