চিতলমারীতে সুবিধা বঞ্চিত মহিলাদের জীবন যাত্রার মান উন্নয়নে, ঋণের চেক বিতরণ।

উন্নত জাতের গাভী পালনের মাধ্যমে সুবিধা বঞ্চিত মহিলাদের জীবন যাত্রার মান উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় বাগেরহাটের চিতলমারী উপজেলার প্রশিক্ষণ শেষে ২০০ জনকে ১ লক্ষ ২০হাজার, ৪৮ জনকে ১লক্ষ করে মোট ২৪৮ জনকে ঋণ বিতরণ করা হয়েছে।

বুধবার (২৮মে২০২৫) সকাল ১০টায় উপজেলা সমবায় অফিসারে নিজস্ব কার্যালয়ে ২জন উপকারভোগীর ১লক্ষ টাকা করে মোট ২ লক্ষ টাকা ঋণের চেক বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মোল্লা সাইফুল ইসলাম, উপজেলা সহকারী পরিদর্শক শাহ আলম শেখ, ফ্যাসিলিটেটর শুভ ঘোষ। মাঝে মধ্যে এই প্রকল্পে আওতায় খুলনায় আঞ্চলিক সমবায় ইন্সটিটিউট প্রশিক্ষণ কেন্দ্রে সদস্যদের প্রশিক্ষণ দেয়া হয়।এছাড়া গাভী দুধ প্রক্রিয়াকরণে ঘি,মাখন ও ছানা তৈরি উপর ৫দিন ব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *