চিতলমারীতে ৫১তম ব্রাঞ্চ উদ্বোধন করল বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি

হযরত খানজাহান আলী (রঃ) এর কীর্তি সমৃদ্ধ পূণ্যভূমি বাগেরহাটের চিতলমারীতে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি ৫১ তম ব্রাঞ্চ বৃহস্পতিবার (১৬জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা মোড়ে “আমিন টাওয়ার” ২য় তলা ফিতা কাটার মধ্য দিয়ে শুভ উদ্বোধন করা হয়েছে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জসিম উদ্দিনে সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আহমেদ ইসমেত চেয়ারম্যান পরিচালনা পর্ষদ বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মোঃ এখলাছুর রহমান পরিচালক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, কে এম তরিকুল ইসলাম পরিচালক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক,মোঃ আব্দুল মজিদ পরিচালক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক,শচীন্দ্র নাথ সমাদ্দার ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, থানার অফিসার ইনচার্জ এসএম শাহাদাত হোসেন, মোহাম্মদ শাহীন মোল্লা প্রিন্সিপাল অফিসার বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক চিতলমারী ব্রাঞ্চ, চিতলমারী বিএনপির সদস্য সচিব আহসান হাবীব ঠান্ডু,উপজেলা জামায়াতে সাংগঠনিক সম্পাদক মোঃ মিরাজুল ইসলাম, চিতলমারী প্রেসক্লাবে সভাপতি মোঃ একরামুল হক মুনসীর, বীর মুক্তিযোদ্ধা বেল্লাল হোসেনপ্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার শিল্পী সাহা ও প্রিন্সিপাল অফিসার জান্নাতুন বাকী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *