“সমবায় গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে বাগেরহাটের চিতলমারীতে ৫৩তম সমবায় দিবস-২০২৪ পালিত হয়েছে। শনিবার (২ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় পতাকা উত্তোলন, রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় অফিসার মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ হাফিজুর রহমান, যুব উন্নয়ন অফিসার শেখ মোঃ আজগর আলী, পল্লী দারিদ্র বিমোচন অফিসার রফিকুল ইসলাম, সমাজসেবা অফিসার মোঃ সোহেল পারভেজসহ অনেকে। উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সমবায় স্বপ্ন পূরণ কৃষি কল্যাণ সমিতির সভাপতি সুধাংশু শেখর সদাই।
চিতলমারীতে ৫৩তম সমবায় দিবস ২০২৪ পালিত
