বাগেরহাটের চিতলমারী উপজেলার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রামদা সহ একজনকে আটক করেছে। ধৃত আসামি হলো উপজেলা কুনিয়া গ্রামের মৃত জালাল উদ্দীন শেখের ছেলে মোঃ জাহিদ শেখ (৫৫)।
চিতলমারী থানা অফিসার ইনচার্জ (ওসি) এসএম শাহাদাৎ হোসেন জানান, শনিবার (১৯ জুলাই) সন্ধ্যা ৭:১৫ মিনিটে ধৃত আসামি জাহিদ শেখের বাড়িতে তল্লাশি করে ৭টি লোহার রামদা, দেশীয় তৈরি ২টি ছোরা, ১টি হাসুয়া, ১টি চাপাতি, ২টি সরকি, বেতের তৈরি দেশীয় ঢাল ১০টি ও ফুল কোচ ৮টি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে দ্রুত বিচার আইন ২০০২ এর ৪ মামলা রুজু করা হয়েছে। মামলা নং ৯ তাং ১৯/৭/২০২৫।
