চিতলমারীর ৭ ইউনিয়নে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উদযাপন

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বৃহস্পতিবার (০৯ জানুয়ারী, ২০২৫) বাগেরহাটের চিতলমারী উপজেলায় ইউনিয়ন পরিষদ পর্যায়ে ‘‘তারুণ্যের উৎসব-২০২৫’’ উদযাপিত হয়েছে। এই উৎসবকে ঘিরে স্থানীয় কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দলীয় অংশগ্রহণের ভিত্তিতে ‘নতুন বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা উপস্থাপন হয়েছে। অর্ধশতাধিক শিক্ষার্থীরা এই কর্মশালায় অংশগ্রহণ করে। চরবানিয়ারী ইউনিয়ন পরিষদ চত্ত্বরে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের সমাপনীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস পাল। তিনি শিক্ষার্থীদের সাতটি দলের মধ্যে দলীয় উপস্থাপনায় সেরা হিসেবে পদ্মা-১ দলের নাম ঘোষণা করেন। এই দল আগামীতে ইউনিয়ন পর্যায় হতে উপজেলা পর্যায়ে অংশগ্রহণ করবে বলে জানা যায়। চরবানিয়ারী ইউপি চেয়ারম্যান অর্চনা দেবী বড়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই তারুণ্যের উৎসব ও সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সোহেল পারভেজ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মো. আজগর আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোসা. কামরুন্নাহার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শংকর মজুমদার, উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা হুমায়ুন কবীর প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউপি সচিব রতল বালা। শিক্ষার্থীদের সাতটি দলের দলীয় উপস্থাপনা করেন, মো. রিফাত হোসেন রাহাত, শতাব্দী শিকদার, তমাল বৈদ্য, রতœা হালদার, তীর্থ ঘরামী ও লুনা বৈরাগী। শিক্ষার্থীরা জানায়, সরকারের প্রত্যেকটি ক্ষেত্রে পরবর্তী কর্মপরিকল্পনার জন্য এভাবে মাঠ পর্যায় হতে তথ্য সংগ্রহ এবং সেই অনুযায়ী কাজ করলে আগামীর বাংলাদেশ অনেক সুন্দর হবে। এদিন চিতলমারীর সাতটি ইউনিয়ন পরিষদে বেলা ১১টা হতে দুপুর একটা পর্যন্ত এই উৎসব ও কর্মশালা অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *