চিতলমারী আওয়ামী লীগ কার্যালয় চত্বর, পরিণত হয়েছে ছাগলের হাটে!

বাগেরহাটের চিতলমারী উপজেলা আওয়ামী লীগের কার্যালয় চত্বর এখন ছাগলের হাটে পরিণত হয়েছে! সেখানে আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে ছাগলের জমজমাট হাট বসেছে।

বুধবার (০৪ জুন, ২০২৫) সাপ্তাহিক হাটবারের দিন এই দৃশ্য দেখে প্রত্যক্ষদর্শীরা বলেন, স্থানীয় আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাদের উপর মানুষের মধ্যে দীর্ঘদিন চাপা ক্ষোভের বহিঃপ্রকাশ এই ছাগলের হাট।

এই ছাগলের হাটে স্থানীয় মানুষের পাশাপাশি পাশ্ববর্তী নাজিরপুর, কচুয়া, বাগেরহাট সদর উপজেলাসহ দুর-দুরান্তের ক্রেতারা এসেছেন। নাজিরপুরের বানিয়ারী গ্রাম হতে আসা ক্রেতা মুজিবুর রহমান  জানান, প্রতিটি ছাগল ১০ হাজার হতে ২০ হাজার টাকা পর্যন্ত কেনাবেচা হচ্ছে।

আওয়ামী লীগের  কার্যালয় চত্বরে ছাগলের হাট সম্পর্কে চিতলমারী উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ আসাদুজ্জামান বলেন, সরকারী হাসপাতালের জায়গা অবৈধভাবে দখল করে আওয়ামী লীগের এই কার্যালয় নির্মিত হওয়ায় দীর্ঘদিন ধরে জনমনে ক্ষোভ ছিল। এই ছাগলের হাট সেই ক্ষোভের বহিঃপ্রকাশ। আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের লোকেরা যে সাধারণ মানুষের কাছ থেকে কতটা জনবিচ্ছিন্ন ছিল তা ছাগলে হাটে মানুষের উপস্থিতি দেখে বোঝা যায়। এইভাবে জনগণ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের সকল অন্যায়ের প্রতিবাদ করবে।

এই ব্যাপারে চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. বাবুল হোসেন খান বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মোবাইলে বলেন, হয়তো জায়গা সংকটের কারণে ছাগলের হাট আওয়ামী লীগের অফিস চত্বরে বসেছে। বহু আগে তো এখানে ঈদ উপলেক্ষে ছাগলের হাট বসতো। এটা এমন কিছু নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *