চুয়াডাঙ্গায় করোনা উপসর্গে একজনের মৃত্যু

ছবি: সংগৃহিত

করোনা উপসর্গ নিয়ে আলমডাঙ্গার পারদূর্গাপুরের আমজাদ হোসেন (৪৮) নামের এক ব্যক্তি মারা গেছেন ।

শুক্রবার (৭ আগস্ট) রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে তার মৃত্যু হয়।

জানা গেছে, গত প্রায় ১০ দিন ধরে জ্বর-সর্দি-কাশিতে আক্রান্ত ছিলেন আলমডাঙ্গার পারদূর্গাপুরের মৃত মোহাম্মদ আলীর ছেলে আমজাদ হোসেন। শুক্রবার (৭ আগস্ট) তার শারীরিক অবস্থার অবনতি হলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। রাত ৯টার দিকে তার মৃত্যু ঘটে।

আরও পড়ুন: পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আরএমও শামীম কবীর জানান, মুমূর্ষু অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে রাত ৯টার দিকে তিনি মারা যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *