চৌগাছায় গাছ থেকে পড়ে প্রাণ হারালো কাঠব্যবসায়ী

 

যশোরের চৌগাছায় গাছ থেকে পড়ে টুটুল(৫০) নামের একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার(১১জানুয়ারী) সকাল সাড়ে ৮টায় উপজেলার দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত টুটুল উপজেলার জগদীশপুর ইউনিয়নের আড়কান্দি গ্রামের রমজান মন্ডলের ছেলে ও পেশায় একজন কাঠব্যবসায়ী।

নিহত টুটুলের ভাই আলামিন হোসেন হাসপাতালে সাংবাদিকদের জানান, টুটুল কাঠ ব্যবসার পাশাপাশি গাছ কাটা শ্রমিকেরও কাজ করতো। একসাথে অনেকেই কাজ করে তারা। তিনি জানান, এদিন সকালে আগে থেকে কিনে রাখা একটি রেইন্ট্রি কড়ই গাছ মারতে দুর্গাপুরে যান টুটুল। গাছ কাটার উদ্দেশ্যে গাছে উঠার পর দুর্ভাগ্যবশত হাত পিছলে গেলে নিচে পিচের রাস্তায় পড়ে মারাত্মক আহত হয় সে। এসময় সহকর্মীদের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সাইদুর রহমান ইমন জানান, হাসপাতালে আনার পূ্র্বেই সে মারা গেছে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *